Song : Bhogoban
Singer : Shilajit Majumdar
Album Name : Bhumika
Label : Shemaroo Bengali Music
Bhagaban Full Song Lyrics :
বহুদিন আগে নাকি ছিল ভগবান
ধনুকেতে টান দিয়ে ছুঁড়ে দিত বান,
কথা নাকি শুনে তার সব হনুমান
যুদ্ধের ক্ষেত্রে দিয়ে দিত প্রাণ।
দাতা ছিল ত্রাতা ছিল করে দিত দান
প্রজারা তাকে কত করে সম্মান,
তাই সীতা সতী কিনা করতে প্রমাণ
প্রজাদের অনুরোধে আগুন জ্বালান।
এ বেচারা..
এ বেচারা ভাবে, বসে বসে ভেবে সারা।
স্বর্গে তখন ছিল দেবতার রাজ
মধ্যমনি তিনি গুণী দেবরাজ,
যখন তখন তিনি ছুঁড়তেন বাজ
মর্ত্যে শান্তি রাখা ছিল তার কাজ।
রূপসী উর্বশী আর সোমরস, আ হা
স্বর্গটা ছিল নাকি তারই হাতে বশ,
দেবগুণে গুণী তুমি কি করিলে কাজ
সারা দেহ লোচনে ভরে কাটে লাজ।
এ বেচারা..
এ বেচারা ভাবে, বসে বসে ভেবে সারা।
আগুন আজও জ্বলে ভীষণ জ্বলন
পিতৃ-আজ্ঞা আজও হচ্ছে পালন,
বিভীষণ আজও আছে আছেন রাবণ
আজও বীরেরা মরে লড়ে মহারণ।
আজও আছে ভগবান তাকত বহুত
উর্বশী সোমরস তাও মজুত,
আগুন আজও জ্বলে জ্বলে ধুনো'ধূপ
বদলায় চেহারা বদলায় রূপ।
এ বেচারা..
এ বেচারা ভাবে, বসে বসে ভেবে সারা।
ভগবান লিরিক্স - শিলাজিৎ মজুমদার :
0 Comments