Song: Beyara Borsai
Vocal, composed & arranged by: Joy Sarkar
Lyrics: Akash Chakraborty
Programming: Sabuj - Ashish
DOP: Ranjay Roy Chowdhury
Edit & Color: Uttam Uttu
Beyara Borshai Full Song Lyrics :
শহর ভাসমান বেয়াড়া বর্ষায়
তোমার হাত ধরে হঠাৎ রাস্তায়।
তোমার হাত ধরে হঠাৎ থই থই
শহুরে ঘোলা জলে ভাসে কথার খই।
কথার খই ভাসে তোমার পায় পায়,
কথার খই ভাসে তোমার পায় পায়
শহর ভাসমান বেয়াড়া বর্ষায়।
এ পায়ে থই থই, ও পায়ে জঞ্জাল
শহুরে নিয়মে হঠাৎ হরতাল।
হরতালের মানে শ্রমিক জানে কি?
কথার আকুলতা কথক জানে কি?
কথারা ভেসে ওঠে কথারা ডুবে যায়
দ্বিধার ঘোলা জলে বেয়াড়া বর্ষায়।
কথক জানে কি কথার ইতিহাস
কি তার ভালোলাগা, কি তার হাহুতাস।
হয়তো জানে তবু বলতে বড়ো ভয়
কথার ফেরে তাই কথারা ডুবে যায়,
কথারা ডুবে মরে কথক ভেসে যায়
তোমার পায়ে পায়ে বেয়াড়া বর্ষায়।
শহর ভাসমান বেয়াড়া বর্ষায়
তোমার হাত ধরে হঠাৎ রাস্তায়।
তোমার হাত ধরে হঠাৎ থই থই
শহুরে ঘোলা জলে ভাসে কথার খই।
কথার খই ভাসে তোমার পায় পায়
শহর ভাসমান বেয়াড়া বর্ষায়।
বেয়াড়া বর্ষায় লিরিক্স - জয় সরকার :
0 Comments