Song : Ashkara
Movie : Buro Sadhu
Singer : Timir Biswas & Bumpai Chakraborty
Written & Composed By : Pranjal Das
Written & Directed by : Vik
DOP : Sanjib Ghosh
Producer : Wisemonk Creative
Music Label : Webaqoof Music
Ashkara Full Song Lyrics In Bengali :
ও.. পিছলায় আকাশ শুকনা মাটি
শেওলা মনে কেমনে হাঁটি,
শরীর বোঝে শীতল পাটি
আমার মাথায় অচিন পাখি।
কিছু নষ্ট বিকেলে দিক ভ্রষ্ট হয়ে যায় পাখিরা
একটি বিশেষ বৃক্ষতে একলা পড়ে যায় বাকিরা,
ভিজতে গিয়ে মাঝ রাতে শুকিয়ে যাচ্ছে দেহটা
আলোর মধ্যে আপনজন তবু প্রশ্ন জাগে কে ওটা?
গ্রীষ্মকালে তুষারপাত এ কি কান্ড হচ্ছে বল দেখি
দাড়ি পাল্লাও বুঝছেনা কে যে হাল্কা কার ওজন বেশি,
আমি বুঝি আমাকে বৃষ্টির দাগ লেগে জামাতে
ছুটতে গিযে হোঁচট খাই তবু মন চাইছে না থামাতে।
ও ও হো ...
তোমারই আস্কারায় মাছেরা আঁশ ছাড়ায়
নতুন ব্যাকরনে তুমি নতুন কোন এক অবতার,
দুপাশে লাল জলে, দু'পা আজ টলটলে
দাঁড়িয়ে মাঝখানে তুমি ভাবো তুমি কার..
তবু ভাবছি প্রেক্ষাপট বিষ যন্ত্র মিসছে প্রতীক্ষায়
ফল বেরিয়ে যাওয়ার পর ফের বসতে হচ্ছে পরীক্ষায়,
তোমার মতো আমিও তাই সাবধানে পা নামিও
বৃষ্টিপাতের সূত্রপাত কোথায় তা ভেবে জানিও।
ও ও হো ..
বৃক্ষে আলোর কে কার বাড়ি
হাওয়ায় ভাষা বেতার গাড়ি,
মেঘের নিচেও মেঘের সারি
অচিনপুরে দিলে পাড়ি।
আশকারা লিরিক্স - বুড়ো সাধু :
0 Comments