Song: Amar Raat Pohalo
Movie: Aalo
Artist: Arundhati Holme Chowdhury
Lyricist: Rabindranath Tagore
Director: Tarun Majumder
Label: Saregama Bengali
Amar Raat Pohalo Full Song Lyrics In Bengali:
আমার রাত পোহালো শারদ প্রাতে
আমার রাত পোহালো, বাঁশি
বাঁশি তোমায় দিয়ে যাবো কাহার হাতে
আমার রাত পোহালো।
তোমার বুকে বাজলো ধ্বনি
বিদায়গাঁথা, আগমনী কত যে
ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে,
আমার রাত পোহালো।
যে কথা রয় প্রাণের ভিতর অগোচরে
গানে গানে নিয়েছিলে চুরি করে, অগোচরে।
সময় যে তার হল গত
নিশি শেষের তারার মতো, হল গত
শেষ করে দাও শিউলিফুলের মরণ সাথে,
আমার রাত পোহাল, শারদ প্রাতে
আমার রাত পোহাল।
0 Comments