Song : Amar Etuk Sudhu Choa
Movie : Rajlokkhi O Srikanto
Singer : Timir Biswas
Music & Lyricist : Anirban Das
Directed by : Pradipta Bhattacharyya
DOP : Subhadeep Dey
Label : Reelistic
Amar Etuk Sudhu Chaoa Full Song Lyrics :
আমার এটুক শুধু চাওয়া
ভরা দীঘির জলে নাওয়া,
বট অশ্বত্থ পাতায় ছাওয়া
কৃপণ শেষ বসন্ত হাওয়া।
আমি একটা বেছে নেবো
না হয় তুমিও খানিক ভেবো,
শেষে অস্তমিত কবর খানায়
শরীর রেখে দেবো।
বলো তুমিও কি চাও যেতে?
এই কৃপণ হাওয়ায় মেতে,
সারি-সারি মৃতের শয়ন কক্ষ কাছে পেতে।
ছাড়ো এসব কথা রাখো
কনো বান্ধবীকে ডাকো,
তার হৃদয় ঘেঁষে বসি
তার শিরায় আউশ চষি।
জানি আউশ চষা বারণ
তবু তোমার কথা রাখি,
দগ্ধ দেশে ধংস স্তুপে
পুষছি দোয়েল পাখি।
শেষে এটুক থাকে চাওয়া
ভরা দীঘির জলে নাওয়া,
বট অশ্বত্থ পাতায় ছাওয়া
কৃপণ শেষ বসন্ত হাওয়া।
আর অস্তমিত কবর খানায়
শরীর রেখে যাওয়া।
আমার এটুক শুধু চাওয়া লিরিক্স - তিমির বিশ্বাস :
May You Also Like Songs-
0 Comments