Song : Alokito Saradin
Singer : Asif Akbar & Porshi
Lyric : Lotiful Islam Shivli
Tune : S I Tutul
Music : Pavel Areen
Label : G-Series
Alokito Saradin Full Song Lyrics :
পাথরের বুকে প্রাণ দিলে তুমি
মরুর বুকে সবুজ,
ঝরণার মিষ্টি ভাষা দিয়েছো হৃদয়ে
যে ভাষা ছিল অবুঝ।
ঐ চন্দ্র সূর্য কেউ পারেনি
রাঙ্গাতে আমার দিন,
তোমার চোখের আলোয় আমি
আলোকিত সারাদিন।
সোনার কাঠি, রুপোর কাঠি
তোমার দুটি হাত,
ঘুমিয়ে ছিলেম হাজার বছর
জাগিয়ে দিলে হঠাৎ।
ঐ চন্দ্র সূর্য কেউ পারেনি
রাঙাতে আমার দিন,
তোমার চোখের আলোয় আমি
আলোকিত সারাদিন।
এই জীবন যে কত সুন্দর
কখনো পারিনি জানতে,
বুঝেছি যখন এসে দাঁড়ালে
আমার এ হৃদয় প্রান্তে।
ঐ চন্দ্র সূর্য কেউ পারেনি
রাঙ্গাতে আমার দিন,
তোমার চোখের আলোয় আমি
আলোকিত সারাদিন।
চাইনা পুরোনো পৃথিবী
তোমারই মাঝে আছে সব,
তুমি আমার নতুন পৃথিবী
জীবনে সুখের কলরব।
ঐ চন্দ্র সূর্য কেউ পারেনি
রাঙ্গাতে আমার দিন,
তোমার চোখের আলোয় আমি
আলোকিত সারাদিন।
আলোকিত সারাদিন লিরিক্স - আসিফ আকবর, পড়শী :
0 Comments