Song : Ajob Railgari
Singer : Sadman Pappu
Lyric & Tune : Ananto
Music : Nomon
Director : A R Menon
Label : Agniveena
Ajob Railgari Full Song Lyrics :
আমারে বানাইলি তুই আজব রেলগাড়ি
যেই দেশে ঘুরতে বলিস সেই দেশে ঘুরি,
আমারে বানাইলি তুই রংহীন ঘুড়ি
লাটাই সুতো ছাড়া এখন আসমানে উড়ি।
স্বপ্ন ছোঁয়ার অনেক আশা
যদি ছুঁতে পারতাম,
মনের মাঝে নতুন করে
রঙ্গীন আকাশটা দেখতাম।
বাঁচার মতো মন দরকার সেটাই খুঁজে পাইনা
দেখেবো আমি নতুন করে স্বপ্ন দেখার আয়না।
খুঁজবো আমি নতুন করে স্বপ্ন দেখার আয়না।
বৃক্ষের যেমন কষ্ট আছে পাতা নাই ডালে
তোমার আমার ভালোবাসা ভাঙলো অকালে,
গগনেতে চন্দ্র ঠাঁই পেলো চিরোকালে
দুজনার কাব্য গেঁথে বুনবো মহাকালে।
স্বপ্ন ছোঁয়ার অনেক আশা
যদি ছুঁতে পারতাম,
মনের মাঝে নতুন করে
রঙ্গীন আকাশটা দেখতাম।
বাঁচার মতো মন দরকার সেটাই খুঁজে পাইনা
দেখেবো আমি নতুন করে স্বপ্ন দেখার আয়না।
খুঁজবো আমি নতুন করে স্বপ্ন দেখার আয়না।
পথে পথে ঘুরি আমি ঠিকানার খোঁজে
ঠিকানায় আছে যে জন চিনবো তারে কিসে,
কথা ছিল বাধবো বাসা পথেরও শেষে
এখন আমি আছি বেশ মুসাফিরের বেসে।
স্বপ্ন ছোঁয়ার অনেক আশা
যদি ছুঁতে পারতাম,
মনের মাঝে নতুন করে
রঙ্গীন আকাশটা দেখতাম।
বাঁচার মতো মন দরকার সেটাই খুঁজে পাইনা
দেখেবো আমি নতুন করে স্বপ্ন দেখার আয়না।
খুঁজবো আমি নতুন করে স্বপ্ন দেখার আয়না।
আমারে বানাইলি তুই আজব রেলগাড়ি
যেই দেশে ঘুরতে বলিস সেই দেশে ঘুরি,
আমারে বানাইলি তুই রংহীন ঘুড়ি
লাটাই সুতো ছাড়া এখন আসমানে উড়ি।
আজব রেলগাড়ি লিরিক্স - সাদমান পাপ্পু :
0 Comments