Song : Ahare Ahare
Singer: Sourov Islam & Akash Islam
Lyrics : Rajesh Acharjya
Tune : Akash Islam
Music : Tanzil Hasan
Band : Band Ghuri
Story & Directed by : Eagle Team
DoP : Rajon Romm
Edi t: Imratul Islam
Color : Shamim Hossain
Label : Eagle Music
Ahare Ahare Ghuri Band Full Song Lyrics In Bengali :
আমি তো ক্রাশ খেয়েছি
ঐ সুন্দরীর উপরে,
আহারে, আহারে, আহারে, আহারে,
আহারে, আহারে কবে পাবো তাহারে।
এখন আমি কাঁপছি দেখ ১০০ ডিগ্রী জ্বরে'রে
আহারে, আহারে, আহারে, আহারে,
আহারে, আহারে কবে পাবো তাহারে।
মনটা যে এলোমেলো,
প্রেম রোগ শুরু হল
কেশ কালো আঁখি কালো,
আধারে চাঁন্দের আলো
অহন আমি মইরা যামু,
না পাইলে তাহারে
আহারে, আহারে, আহারে, আহারে,
আহারে, আহারে কবে পাবো তাহারে।
চিপচিপে গড়নকানি,
রুপ তার টাটকা
আগে এমন দেখি নিত,
যেন ইলিশ ঝাটকা
কেমন করে চায় দেখ,
কেমন করে চায় দেখ,
মরে যাব লাজেরে
আহারে, আহারে, আহারে, আহারে,
আহারে, আহারে কবে পাবো তাহারে।
ডুগডুগি মনটা তার, গিটারের শব্দ
মায়ায় ভরা চেহেরাটা,
যেন গোলাপ পদ্ম।
এখন আমার ঘুম আসেনা,
এখন আমার ঘুম আসেনা,
একলা ঘরে রাইতেরে
আহারে, আহারে, আহারে, আহা রে,
আহারে, আহারে কবে পাবো তাহারে।
আহারে আহারে কবে পাবো তাহারে লিরিক্স - ঘুড়ি ব্যান্ড :
0 Comments