Song: Aha Tomar Songey Praaner Khela
Lyricist: Rabindranath Thakur
Singer: Soumyojit Das
Piano and Harmonium: Sourendro Mullick
Guitar: Prosun Bhattacharya
Sound recorded mixed & mastered: Goutam Basu
Video: Shubhodeep Bag and team
Aha Tomar Songe Praner Khela Lyrics :
আহা তোমার সঙ্গে প্রাণের খেলা,
প্রিয় আমার, ওগো প্রিয়
বড়ো উতলা আজ পরান আমার,
খেলাতে হার মানবে কি ও,
আহা তোমার সঙ্গে প্রাণের খেলা।
কেবল তুমি কি গো এমনি ভাবে
রাঙিয়ে মোরে পালিয়ে যাবে।
তুমি সাধ করে, নাথ, ধরা দিয়ে
আমারও রঙ বক্ষে নিয়ো।
এই হৃৎকমলের রাঙা রেণু
রাঙাবে ওই উত্তরীয়।
আহা তোমার সঙ্গে প্রাণের খেলা,
প্রিয় আমার, ওগো প্রিয়।
আহা তোমার সঙ্গে প্রাণের খেলা লিরিক্স - রবীন্দ্রসঙ্গীত :
0 Comments