Song Name : Agomonir Gaan
Vocal, Music & Lyrics : Anupam Roy
Arranged and programmed by : Shamik Chakravarty
Recorded by : Debojit Sengupta and Subhranil Basu
Mixed & Mastered by : Shomi Chatterjee
Music Label : SVF Music
Agomonir Gaan Full Song Lyrics :
বহুদিন ধরে ফেরা হয়নি ঘরে
আমি দূর প্রবাসে পড়ে রই,
জানিনা কবে কিভাবে জড়িয়ে গেছি
ভাবি এবার নিজেকে ছাড়াবোই।
এখনো বুকে সেই নদী বয়ে চলে আর
মনে পড়ে যায়,
গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভোলায় রে।
আগমনী সুর আমি শুনেছি, শুনেছি আমি
কাশবনে এসেছি হৃদয় ফেলে।
আমি ফিরছি ঘরে,
জাগো শক্তি, জাগো স্বপ্ন,
জাগো, জাগো উমা,
জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে,
জাগো, জাগো উমা,
জাগো বিস্ময়, জাগো স্পন্দন,
জাগো জাগো উমা।
নিজের ভেতর আমি গুমরে মরি
যেন ঝড় এসেও আসেনি,
অচেনা পথে আমি ক্লান্ত ভীষণ
যেন নিজেই নিজেকে চিনিনি।
এখনো বুকে সেই নদী বয়ে চলে আর
কে যেন শোনায়,
আমার ঘরের চাবি, চাবি পরেরও হাতে
আমার ঘরের চাবি, চাবি পরেরও হাতে।
আগমনী সুর আমি শুনেছি, শুনেছি আমি
কাশবনে এসেছি হৃদয় ফেলে।
আমি ফিরছি ঘরে,
জাগো শক্তি, জাগো স্বপ্ন,
জাগো, জাগো উমা,
জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে,
জাগো, জাগো উমা,
জাগো বিস্ময়, জাগো স্পন্দন,
জাগো জাগো উমা।
আগমনীর গান লিরিক্স - অনুপম রায় :
0 Comments