Shesh Din Full Lyrics by Tahsan :
Song : Shesh Din
Singer : Tahsan & Tina
Lyrics : Zulfiqer Russel
Music : Sajid Sarker
Tune : Tahsan
Director : Raj Chinmoyee
Label : Cd Choice
Shesh Din Full Lyrics :
মনে করো কাল বলে কিছু নেই
আজই সেই শেষ দিন।
যা বলার আছে বলে দাও
জানোই তো মন খুলে সব বলা কতো কঠিন।
মনে করো আজ শেষ দিন।
অভিযোগ রাগ বা অভিমান,
বলে দাও যা আছে মনে।
আমারও তো সারাজীবন কেটেছে এক সম্মহনে।
আজ রেখো না,
মন কারো হাতে নেই, কি হবে জানা নেই,
মানে নেই তাই মনের কথা জমিয়ে।
মনে করো কাল বলে কিছু নেই
আজই সেই শেষ দিন।
যা বলার আছে বলে দাও
জানোই তো মন খুলে সব বলা কতো কঠিন।
মনে করো আজ শেষ দিন।
অনেক কথা হয়না বলা,
আজীবন মনেই থেকে যায়।
অনেক কিছু চেপে রাখে কোন
কোথা থেকে কি হয়ে যায়
আজ ভেবো না সময়টাকে রাখো সঙ্গী বিহীন।
মন কারো হাতে নেই কি হবে জানা নেই
মানে নেই তাই মনের কথা জমিয়ে।
মনে করো কাল বলে কিছু নেই
আজই সেই শেষ দিন।
যা বলার আছে বলে দাও
জানোই তো মন খুলে সব বলা কতো কঠিন।
0 Comments