Niruddesh Lyrics by Minar Rahman:
Song: Niruddesh
Singer: Minar Rahman
Lyrics: Nihar Ahmed
Composer: Belal Khan
Music Arrangement: M A Rahman
Director: BK Shahin Khan
Label: ZS Entertainment
Niruddesh Lyrics:
জানি তোর মতো হতে পারবোনা আমি
করলেও শত চেষ্টা।
ভুলতে পারিনি হৃদয় গহীনে
রয়ে গেছে যে রেশ টা। (x2)
আমার মনটা ভীষণ করে থাকি তোরি ক্ষণ
জানি কখনো তার হবেনা নিঃশ্বেষ।
তুই বেশ আছিস তো আগের মতো বেশ,
আমি ঠিক একদিন হবোই নিরুদ্দেশ। (x2)
আমায় নিয়ে ভাবার সময়
হবেনা, হবে না তোর কোনো দিন।
চাইনা আমি হোক পরিশোধ
তোর রেখে যাওয়া সেই ঋণ। (x2)
তুই বেশ আছিস তো আগের মতো বেশ,
আমি ঠিক একদিন হবোই নিরুদ্দেশ। (x2)
তোকেই ঘিরে মোমের শহর
সাজেনা, সাজে না আর তো এখন
জেনে গিয়েছি এই আমাকে
নেই কখনো তোর প্রয়োজন (x2)
তবুও মন খোঁজে তোকে অবশেষ।
জানি তোর মতো হতে পারবোনা আমি
করলেও শত চেষ্টা।
ভুলতে পারিনি হৃদয় গহীনে
রয়ে গেছে যে রেশ টা।
আমার মনটা ভীষণ করে থাকি তোরি ক্ষণ
0 Comments