Tumi Kemon Kore Takao Lyrics (তুমি কেমন করে তাকাও) - Abir Biswas
Singer: Abir Biswas
Lyric: Abhradipta Banerjee
Music: Piran Khan
Label: Cd Choice
Release Date: Feb 19, 2019
TUMI KEMON KORE TAKAO LYRICS -
চলবো বহুদুর এই হাত ধরে
গাইবো শুধুই প্রেমের গান।
তোমার মনের অভিমান মেখে
চোখের পাতায় শিশির স্নান।
হয়তো জাননা, কিংবা মানো না,
তোমাতেই হবো বিলীন।
তুমি কেমন করে তাকাও?
আমি গভীরে তলিয়া যাই।
কেমন করে তাকাও
আমি অজানায় হারিয়ে যাই,
প্রিয়তমা আমার…
Roshik Amaar Lyrics (রসিক আমার) Shahenshah
শীতের চাদরে, তোমায় আদরে
ভাঙলো যখন ঘুম।
ঘুম শেষে দেখি, তুমি নেই এ কি!
আমার চারিদিক নিঝুম।
হয়তো বুঝি না তোমার অভিনয়
আসলে ভালোবাসা।
কেমন করে তাকাও?
সময় থেমে যায়।
কেমন করে তাকাও
সুরগুলো ভুলে যাই।
তুমি কেমন করে তাকাও?
আমি গভীরে তলিয়া যাই।
কেমন করে তাকাও
আমি অজানায় হারিয়ে যাই,
প্রিয়তমা আমার।
Tui Naki Ma Dayamoyee (তুই নাকি মা দয়াময়ী) Lyrics
0 Comments