Tui Aamar Hoye Jaa Lyrics (তুই আমার হয়ে যা) Thai Curry
Song: Tui Aamar Hoye Jaa
Film: Thai Curry
Singers: Raj Barman and Madhubanti Bagchi
Music: Amlaan Chakraborti
Lyrics: Debayan Tarafder
Director: Ankit Aditya
DOP: Gopi Bhagat
Choreographer: Baba Yadav
Tui Aamar Hoye Jaa Lyrics:
এক'কথায়, দু'কথায় তোর সঙ্গে হাসি আয়,
এক'কথায়, দু'কথায় তোর ছোটো অভিনয়।
দূর থেকে দূরে, ইচ্ছে ডানা জুড়ে
সব বাধা ছিঁড়ে
ফিরে আসি তোরই ইশারায়
হয়ে যা, হয়ে যা, তুই আমার হয়ে যা,
হয়ে যা, হয়ে যা, তুই আমার হয়ে যা।
কোন, দিনের ভিড়ে বিকেল একা যখন
আর রাত বাড়তে চায়।
শোন, ওই তারারা হাসে মেঘেরই পাশে তখন
শুধু তোরই চোখে চায়।
দূর থেকে দূরে, ইচ্ছে ডানা জুড়ে
সব বাধা ছিঁড়ে
ফিরে আসি তোরই ইশারায়
হয়ে যা, হয়ে যা, তুই আমার হয়ে যা,
মন, কেন আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখায় ক্ষণ
শুধু তোকে আঁকড়ে যায়।
শোন, কোনো ভুলে যাওয়া তেপান্তরের কোন
তুই আমি চল হারাই।
দূর থেকে দূরে, ইচ্ছে ডানা জুড়ে
সব বাধা ছিঁড়ে
ফিরে আসি তোরই ইশারায়
হয়ে যা, হয়ে যা, তুই আমার হয়ে যা,
0 Comments