Maa Lyrics (মা) Googly - Madhuraa - Soham - Srabanti
Maa Song Full Lyrics from Googly :
Song: Katha Chilo Kato
Film: Googly
Singers: Madhuraa Bhattacharya
Music: Savvy
Lyrics: Ritam Sen
Director: Abhimanyu Mukherjee
Presenter: Nispal Singh
Maa Song Lyrics In Bangla:
আদোর করে ঘুম পড়াবো, ডাকবো আদোরে
ঘুম ভাঙা দুই চোখ মোছাবো, রেশম চাদোরে
সময় যে আর কাটতে চাইছে না
শুধু ভাবছি কবে উঠবি ডেকে মা,
আমি ভাবছি কবে উঠবি ডেকে মা।
রোজি রাতে, তোকে টিপ পরাতে,
দূরে আকাশ থেকে আসবে নেমে চাঁদ।
তোর ঠোঁটে হাসি উঠলে ওঠে
ওই দু কাঠ গোলাপের গন্ধে ভোরে রাত।
তোকে চোখে হারাই আনমনায়।
শুধু ভাবছি কবে উঠবি ডেকে মা,
আমি ভাবছি কবে উঠবি ডেকে মা।
0 Comments