Keno Ke Jane Full Lyrics (কেন কে জানে) - Tahsan, Kona
Song Name: Keno Ke Jane (কেন কে জানে)
Vocal: Tahsan Rahman Khan & Dilshad Nahar Kona
Lyricist: Asif Iqbal
Tune & Composition: Amit - Ishan
Video Direction: Mahmudur Rahman Hime
Cast: Tahsan & Mehzabien
Produced by: Shahriar Shakil
Label: Gaanchill Music
Vocal: Tahsan Rahman Khan & Dilshad Nahar Kona
Lyricist: Asif Iqbal
Tune & Composition: Amit - Ishan
Video Direction: Mahmudur Rahman Hime
Cast: Tahsan & Mehzabien
Produced by: Shahriar Shakil
Label: Gaanchill Music
Keno Ke Jane Full Lyrics In Bangla :
কখনো হয়নি এমন,
থেমেছে হঠাৎ এভাবে সব আয়োজন
এ অপারগতা ব্যথা হয়ে বেজে যাবে আজীবন
থামবেনা হৃদয়ের এই আলোড়ন
আমার যে তোমাকেই প্রয়োজন
আমার যে তোমাকেই প্রয়োজন।
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে
কেনো কে জানে
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে
কেনো কে জানে, কেনো কে জানে।
খুব চেয়ে যদি না পাই
পেয়েও যদি আবারও হারাই (x2)
অনুশোচনায় কেটে যাবে বাকীটা সময়
তাই বুঝি কোন কিছু মানে না হৃদয়,
মানে না হৃদয়।
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে
কেনো কে জানে
তবু কেনো ভেসে যাই মায়ারই টানে
কেউ ডোবে অসম্ভবে
কেউ সম্ভবে (x2)
কিভাবে করি ভুলের ভেতর,
আজীবন বসবাস
আমি জেনেছি গভীরে হৃদয়চিরে
কে তুমি কে আমার নিঃশ্বাস
আমি আজি ভেসে যাই মায়ারই টানে
কেনো কে জানে
আমিও যে ভেসে যাই মায়ারই টানে
কেনো কে জানে, কেনো কে জানে।
খুব চেয়ে যদি না পাই,
পেয়েও যদি আবারও হারাই (x2)
অনুশোচনায় কেটে যাবে বাকীটা সময়
তাই বুঝি কোন কিছু মানে না হৃদয়,
মানে না হৃদয়।
আমিও যে ভেসে যাই মায়ারই টানে
কেনো কে জানে
আমিও যে ভেসে যাই মায়ারই টানে
0 Comments