Song: Keno Je Toke
Singer: Raj Barman
Lyric: Prasen
Music: Dabbu
Movie : Mon Jaane Na(2019)
Label: SVF Music
Release Date: Feb 23, 2019
KENO JE TOKE LYRICS -
দেখলে তোকে, বদলায় দিন,
বদলায় রাত, বদলায় ঘুম
সঙ্গে সময়।
সন্ধ্যে হলে,
বন্ধ ঘরে, মনে পরে,
তোরই কথা, এমনই হয়।
কেন যে তোকে
পাহারা পাহারা দিলো মন,
কেন রে এতো
সাহারা সাহারা সারা দিন।
কেন যে তোকে
পাই না পাই না মনে হয়,
সারাটা দিন। - [ ২ বার ]
KE TUI BOL (কে তুই বল) LYRICS - Arijit Singh
চাঁদেরই ঝর্ণা যেমন,
ভেজায় পাহার,
ততটা আদর আছে,
তোকে দেবার।
দেখে যা ইচ্ছে কতো
আকাশ ছোঁয়ার।
কেন যে তোকে
পাহারা পাহারা দিলো মন,
কেন রে এতো
সাহারা সাহারা সারা দিন।
কেন যে তোকে
পাই না পাই না মনে হয়,
সারাটা দিন। - [ ২ বার ]
Opekkha Lyrics (অপেক্ষা) - Bong Guy Kiran Dutta
বদলায় রাত, বদলায় ঘুম
সঙ্গে সময়।
সন্ধ্যে হলে,
বন্ধ ঘরে, মনে পরে,
তোরই কথা, এমনই হয়।
কেন যে তোকে
পাহারা পাহারা দিলো মন,
কেন রে এতো
সাহারা সাহারা সারা দিন।
কেন যে তোকে
পাই না পাই না মনে হয়,
সারাটা দিন। - [ ২ বার ]
KE TUI BOL (কে তুই বল) LYRICS - Arijit Singh
চাঁদেরই ঝর্ণা যেমন,
ভেজায় পাহার,
ততটা আদর আছে,
তোকে দেবার।
দেখে যা ইচ্ছে কতো
আকাশ ছোঁয়ার।
কেন যে তোকে
পাহারা পাহারা দিলো মন,
কেন রে এতো
সাহারা সাহারা সারা দিন।
কেন যে তোকে
পাই না পাই না মনে হয়,
সারাটা দিন। - [ ২ বার ]
Opekkha Lyrics (অপেক্ষা) - Bong Guy Kiran Dutta
0 Comments