Song: Icche Bhul
Singer: Musafir Ariyan
Lyric: Jony Haque
Tune: Ali Wazed & Musafir Ariyan
Music: Subhadeep
Label: CMV
ICCHE BHUL BY MUSAFIR ARIYAN LYRICS -
কিছুটা ইচ্ছে ইচ্ছে ভুল,
তোমার খোপার গোলাপ ফুল।
কোন অচিন আশায়
রাত গুলো ঘুম হীন।
একটা মিটিমিটি তাঁরা,
আমার স্বপ্ন দিশেহারা,
আমি তোমার খোঁজে ছুটছি অন্তহীন। - [ ২ বার ]
খুব খেয়ালে, শেষ বিকেলে,
প্রিয় পাখির ডানায় ঘুম।
হয় মাঝরাতে, ভাঙ্গা আয়নাতে,
একলা বেড রুম।
নষ্ট হিটারে, প্রিয় গিটারে,
বাজে শীত মাখা প্রিয় গান।
পুরনো দরজাতে,
প্রেম অজুহাতে,
কড়ানাড়ে ভুল অভিমান।
TOMAKE CHAI LYRICS (তোমাকে চাই) - Fagun Haway
আবছা আলোয়, হারিয়ে খুঁজি,
এ কোন আলো ছায়ার মুখ?
ফিরে আসে যদি আলোর নদী,
লুকিয়ে থাকা চেনা সুখ।
নতুন মোড়কে, পুরনো সড়কে,
হাত ধরে হাটে প্রিয় গান।
আসার অবিশাপ,
ভালোবাসা ভালো থাক,
বুকে স্মৃতির পিছু টান।
Shanto Hou Lyrics (শান্ত হও) Anupam Roy - Vinci Da
তোমার খোপার গোলাপ ফুল।
কোন অচিন আশায়
রাত গুলো ঘুম হীন।
একটা মিটিমিটি তাঁরা,
আমার স্বপ্ন দিশেহারা,
আমি তোমার খোঁজে ছুটছি অন্তহীন। - [ ২ বার ]
খুব খেয়ালে, শেষ বিকেলে,
প্রিয় পাখির ডানায় ঘুম।
হয় মাঝরাতে, ভাঙ্গা আয়নাতে,
একলা বেড রুম।
নষ্ট হিটারে, প্রিয় গিটারে,
বাজে শীত মাখা প্রিয় গান।
পুরনো দরজাতে,
প্রেম অজুহাতে,
কড়ানাড়ে ভুল অভিমান।
TOMAKE CHAI LYRICS (তোমাকে চাই) - Fagun Haway
আবছা আলোয়, হারিয়ে খুঁজি,
এ কোন আলো ছায়ার মুখ?
ফিরে আসে যদি আলোর নদী,
লুকিয়ে থাকা চেনা সুখ।
নতুন মোড়কে, পুরনো সড়কে,
হাত ধরে হাটে প্রিয় গান।
আসার অবিশাপ,
ভালোবাসা ভালো থাক,
বুকে স্মৃতির পিছু টান।
Shanto Hou Lyrics (শান্ত হও) Anupam Roy - Vinci Da
0 Comments