Song: Holudiya Pakhi Sonari Boron (হলুদিয়া পাখি সোনারি বরণ)
Original Singer: Abdul Alim
Lyrics: Shirajul Islam
Singer: Argha Banerjee
Music Arrangement: Sourav Biswas
Mix & Master: Rhitabrata Kar
Recording: Joy Chanda, Ankan Biswas
Story: Souradipta, SwarnavaLabel: Folk Studio Bangla
Niruddesh Lyrics (নিরুদ্দেশ) Minar Rahman
Original Singer: Abdul Alim
Lyrics: Shirajul Islam
Singer: Argha Banerjee
Music Arrangement: Sourav Biswas
Mix & Master: Rhitabrata Kar
Recording: Joy Chanda, Ankan Biswas
Story: Souradipta, SwarnavaLabel: Folk Studio Bangla
Niruddesh Lyrics (নিরুদ্দেশ) Minar Rahman
Holudia Pakhi Lyrics In Bangla:
হলুদিয়া পাখি, সোনারি বরণ
পাখিটি ছাড়িলো কে ? (x2)
পাখিটি ছাড়িলো কে রে আমার
পাখিটি ছাড়িলো কে ?
কেউ না জানিলো, কেউ না দেখিলো
কেমনে পাখি দিয়া যে ফাঁকি
উইড়া গেলো হায় চোখের পলকে
পাখিটি ছাড়িলো কে ?
হলুদিয়া পাখি, সোনারি বরণ
পাখিটি ছাড়িলো কে ?
সোনারো পিঞ্জিরা শুন্য করিয়া
কোন বনে পাখি গেল যে উড়িয়া
পিঞ্জিরার জোড়া খুলিয়া খুলিয়া
ভাইঙ্গা পড়ে সেই না পাখিরো শোকে
সবি যদি ভুলে যাবি রে পাখি
কেন তবে হায় দিলিরে আশা
উইড়া যদি যাবি ওরে ও পাখি
কেন বাঁইন্ধ্যা ছিলি বুকেতে বাসা
কতনা মধুর গান শুনাইয়া
গেলিরে শেষে কেন কাঁন্দাইয়া
তোমারে শরিয়া দুখের ও দরিয়া
উথলি ওঠে হায় স্বজনের চোখে
পাখিটি ছাড়িলো কে ?
হলুদিয়া পাখি, সোনারি বরণ
পাখিটি ছাড়িলো কে ?
পাখিটি ছাড়িলো কে রে আমার
0 Comments