AJ AMAR AKASH LYRICS -
আজ আমার আকাশ জুড়ে সন্ধ্যে নামে,
ট্রেন স্টেশনে পৌঁছনোর আগেই থামে,
মন তোমার উঠোন জুড়ে বাঁচে,
ঐ পুড়ে যাওয়া আগুনের আঁচে। - [ ২ বার ]
তবু তোমার আকাশ, বৃষ্টি আঁকে,
পথে শিশির ভেজা গন্ধ মাখে।
আজ তোমার আকাশ বৃষ্টি আঁকে,
পথে শিশির ভেজা গন্ধ মাখে,
মৃত শহরতলির বাঁকে বাঁকে, আঁকে বাঁকে।
JODI (যদি) LYRICS - MAHTIM SHAKIB
আজ আমার আকাশ জুড়ে সন্ধ্যে নামে,
ট্রেন স্টেশনে পৌঁছনোর আগেই থামে।
মন তোমার উঠোন জুড়ে বাঁচে,
ঐ পুড়ে যাওয়া আগুনের আঁচে।
কেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছি,
যেন ঘরে ফিরে যাওয়া মৌমাছি,
কত দেওয়া নেওয়া বাকি রয়ে গেছে,
হেরে যাওয়াতে ভালোলাগা আছে।
এরা হিসেব করেও দুঃস্বপ্ন দেখে,
প্রেম হাত পাতলেও সরিয়ে রাখে।
আর আমি তোমায় নিয়ে বাঁচি,
আজ তোমায় ভেবেই ভালো আছি।
Kichu Kotha Lyrics (কিছু কথা) Imran Mahmudul And Bristy
ট্রেন স্টেশনে পৌঁছনোর আগেই থামে,
মন তোমার উঠোন জুড়ে বাঁচে,
ঐ পুড়ে যাওয়া আগুনের আঁচে। - [ ২ বার ]
তবু তোমার আকাশ, বৃষ্টি আঁকে,
পথে শিশির ভেজা গন্ধ মাখে।
আজ তোমার আকাশ বৃষ্টি আঁকে,
পথে শিশির ভেজা গন্ধ মাখে,
মৃত শহরতলির বাঁকে বাঁকে, আঁকে বাঁকে।
JODI (যদি) LYRICS - MAHTIM SHAKIB
আজ আমার আকাশ জুড়ে সন্ধ্যে নামে,
ট্রেন স্টেশনে পৌঁছনোর আগেই থামে।
মন তোমার উঠোন জুড়ে বাঁচে,
ঐ পুড়ে যাওয়া আগুনের আঁচে।
কেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছি,
যেন ঘরে ফিরে যাওয়া মৌমাছি,
কত দেওয়া নেওয়া বাকি রয়ে গেছে,
হেরে যাওয়াতে ভালোলাগা আছে।
এরা হিসেব করেও দুঃস্বপ্ন দেখে,
প্রেম হাত পাতলেও সরিয়ে রাখে।
আর আমি তোমায় নিয়ে বাঁচি,
আজ তোমায় ভেবেই ভালো আছি।
Kichu Kotha Lyrics (কিছু কথা) Imran Mahmudul And Bristy
0 Comments