TUMI LYRICS (তুমি) Charpoka Band:
Singer: Imran Hossen Emu
Lyric & Tune: Shahriar Hossen Mamo
Composed: Charpoka Band
MIX & Muster : Rossen
Lead guitar: Muhammad shourov
Bass guitar: Yeasin Arafat Riday
Dram: Sd Sonjoy
Flute: Shadhin
Music Label: Charpoka
Tumi Lyrics:
তুমি দেখেও দেখলে না,
তুমি শুনেও শুনলে না,
তুমি বুঝেও বুঝলে না,
আমার মন।
পৃথিবীর ঠিক ওই পারে
না ফেরার কোনো দেশে,
ঠিক যখন পড়বে মনে
ডাকিস তুই আমায় একা আড়ালে।
তুমি দেখেও দেখলে না,
তুমি শুনেও শুনলে না,
তুমি বুঝেও বুঝলে না,
আমার মন।
অঝোরে ভেঙে কেঁদেছি
আল্পনায় এঁকেছি,
না বলা কথা গুলো
একাই একা আমি বলেছি।
তুমি দেখেও দেখলে না,
তুমি শুনেও শুনলে না,
তুমি বুঝেও বুঝলে না,
আমার মন।
0 Comments