Toke Khoje Du Chokh Full Lyrics (তোকে খোঁজে দু চোখ) Argha Banerjee
Song : Toke Khoje Du Chokh
Singer : Argha Banerjee
Music Director : Sujeet Thakur
Lyricist : Soham Banerjee
Director : Kushal Paul
DOP & Colour grading : Arnab Laha
Script, Screenplay & concept : Rimbik Das
Editor: Soumo Majumdar
Label : Times Music Bangla
Toke Khoje Du Chokh Full Lyrics In Bengali :
চেনা রোদ, বিকেল, দূরের ঐ ভাঙা চাঁদ
শুধু যে তোকে খোঁজে দু'চোখ।
কলতান, রেলিং, এ পরীর ঘুম-শহর
শুধু যে তোকে খোঁজে দু'চোখ।
আজও সেই আবছায়া ঐ জলছবি
সে তুলি হেসে তোকেই বানায়।
নুড়ি পথ, বালি, একলা ক্লান্ত ঢেউ
শুধু যে তোকে খোঁজে দু'চোখ।
তোকে দেখে সেইদিন, রাজপথে উদাসীন,
ভুলে গেছি শব্দ, কিভাবে যে ডাকবো।
আয়নাতে চেয়ে রই, দিশেহারা খুঁজে যায়,
আমি তো চাইবোই, তোকে ছুঁতে পারবো ।
সেই চেনা পথঘাট, সেই পথে বাঁক ধার
সেই বাঁকে শিষ তোর, শুধু যে তোরই।
চেনা রোদ, বিকেল, দূরের ঐ ভাঙা চাঁদ
শুধু যে তোকে খোঁজে দু'চোখ।
চৌকাঠ, গলি, আঁধারের ছায়াপথ
শুধু যে তোকে খোঁজে দু'চোখ।
আজও সেই আবছায়া ঐ জলছবি,
সে তুলি হেসে তোকেই বানায়।
এই মন বেয়াদপ, নাবিকের কম্পাস
শুধু যে তোকে খোঁজে দু'চোখ।
0 Comments