Song: Toke Chara
Singer: Jubin Nautiyal
Lyric: Ritam Sen
Music: Jeet Gannguli
Film: Jamai Badal (2018)
Label: Surinder Films Pvt. Ltd.
Release Date: Dec 20,2018
Singer: Jubin Nautiyal
Lyric: Ritam Sen
Music: Jeet Gannguli
Film: Jamai Badal (2018)
Label: Surinder Films Pvt. Ltd.
Release Date: Dec 20,2018
Toke Chara Lyrics:
তোকে রোজ সকালে দেখতে ইচ্ছে হয়
তোকে সঙ্গে পেলে করবো যুদ্ধ জয় (x2)
সারা রাত ধরে মায়া বন্দরে তোর ঠিকানা
খুঁজে খুঁজে আশ মেটে না
তোকে ছাড়া দিন কাটে না
সুর কাটে তাল লাগে না
তোকে ছাড়া ভাললাগে না।
তোকে রোজ সকালে দেখতে ইচ্ছে হয়
তোকে সঙ্গে পেলে করবো যুদ্ধ জয়।
মিছি মিছি কিছু মিছু খুনসুটি, তোর আমার
মেঘেদের কলরবে স্কুল ছুটি, বৃষ্টি নামায়
ডাক নামে ডেকে ওঠে চুপিসারে, প্রিয় পিছুটান
স্বপ্নের অক্ষরে ডানা মেলে, অবাক ওড়ান..
তোকে অন্য নামে ডাকতে ইচ্ছে হয়
তোর গন্ধ মেখে থাকতে ইচ্ছে হয়
হা.. সারা রাত ধরে মায়া বন্দরে তোর ঠিকানা
খুঁজে খুঁজে আশ মেটে না
তোকে ছাড়া দিন কাটে না
সুর কাটে তাল লাগে না
তোকে ছাড়া ভাললাগে না..
0 Comments