Tintin Lyrics (টিনটিন) Googly - Raj Barman And Prashmita Pau
Song: Tintin
Film: Googly
Singer: Raj Barman and Prashmita Paul
Music Director: Savvy
Lyrics: Soumyadeb Basu
Director: Abhimanyu Mukherjee
Presenter: Nispal Singh
Tintin Lyrics In Bangla:
খুনসুটি তোর চোখের নীলে,
মেঘ পিয়নের ডানা।
আজগুবি তোর ইচ্ছে হাজার,
দূর সীমানা।
ভালোবেসে ঠোঁট ছোঁয়ালে
চুপিচুপি গল্প সাজালে
মুছে দেবো এলোমেলো
সাদা কালোর দিন।
যদি হোস টিনটিন, আমি হবো কুট্টুস,
যদি হোস আলাদিন, আমি জ্বীন।
চল যাই দূরে কোথাও,
যে পাহাড়ে ব্যথা উধাও
ছুঁয়ে দেখি বেহিসেবী মন।
আজ থাক সব অভিমান,
সে আঙুলের আদরের গান
ভেসে যায় দিন রঙিন,
খুঁজে ফেরে আজ।
তোকে ছাড়া খুব কঠিন,
ভালোবেসে সীমাহীন।
যদি হোস টিনটিন, আমি হবো কুট্টুস,
যদি হোস আলাদিন, আমি জ্বীন।
খুনসুটি তোর চোখের নীলে,
মেঘ পিয়নের ডানা।
আজগুবি তোর ইচ্ছে হাজার,
দূর সীমানা।
ভালোবেসে ঠোঁট ছোঁয়ালে
চুপিচুপি গল্প সাজালে
মুছে দেবো এলোমেলো
সাদা কালোর দিন।
যদি হোস টিনটিন, আমি হবো কুট্টুস,
0 Comments