Sudhu Sudhu Mon Amar (শুধু শুধু মন আমার) Full Lyrics - Souradipta Ghosh
Song: Sudhu Sudhu Mon Amar
Singer: Souradipta Ghosh
Lyric : Jayanta Roy
Music: Rupak Tiary
Label: (Pvt. Release)
Release Date : Sep 14, 2018
Sudhu Sudhu Mon Amar (শুধু শুধু মন আমার) Full Lyrics -
হঠাৎ শহরে বৃষ্টি এলো যে
প্রথম পলকে ছুয়ে যায়।
অচেনা চোখে অল্প কাহিনী
বৃষ্টির ফোটারা লিখে যায়।
ঝোড়ো হাওয়া, বেপরোয়া,
নৌকো ভাসায় মেঘেরা,
চোখে চোখে, কিছু কথা,
কি যেন বলে, আমায়।
শুধু শুধু মন আমার
কেন যে তোমাকেই কাছে চায়,
বারে বারে কেন যে
তোমার দিকে এভাবে তাকায়। - [ ২ বার ]
বুঝেছো যখনি, আহ্লাদে তুমি,
নিমেষে হারিয়ে যাও আশকারায়।
আধো আধো করে, মসলিন চুলে,
হাত ছানি দিয়ে যাও আমায়।
ঝোড়ো হাওয়া, বেপরোয়া,
নৌকো ভাসায় মেঘেরা,
চোখে চোখে, কিছু কথা,
কি যেন বলে আমায়।
শুধু শুধু মন আমার
কেন যে তোমাকেই কাছে চায়,
বারে বারে কেন যে
তোমার দিকে এভাবে তাকায়। - [ ২ বার ]
প্রথম পলকে ছুয়ে যায়।
অচেনা চোখে অল্প কাহিনী
বৃষ্টির ফোটারা লিখে যায়।
ঝোড়ো হাওয়া, বেপরোয়া,
নৌকো ভাসায় মেঘেরা,
চোখে চোখে, কিছু কথা,
কি যেন বলে, আমায়।
শুধু শুধু মন আমার
কেন যে তোমাকেই কাছে চায়,
বারে বারে কেন যে
তোমার দিকে এভাবে তাকায়। - [ ২ বার ]
বুঝেছো যখনি, আহ্লাদে তুমি,
নিমেষে হারিয়ে যাও আশকারায়।
আধো আধো করে, মসলিন চুলে,
হাত ছানি দিয়ে যাও আমায়।
ঝোড়ো হাওয়া, বেপরোয়া,
নৌকো ভাসায় মেঘেরা,
চোখে চোখে, কিছু কথা,
কি যেন বলে আমায়।
শুধু শুধু মন আমার
কেন যে তোমাকেই কাছে চায়,
বারে বারে কেন যে
তোমার দিকে এভাবে তাকায়। - [ ২ বার ]
0 Comments