Recents in Beach

Prothom Jedin Dekhechi Lyrics (প্রথম যেদিন দেখেছি) Syed Omy

Prothom Jedin Dekhechi Lyrics (প্রথম যেদিন দেখেছি) Syed Omy: Prothom Jedin Dekhechi by Syed Omy
Song: Prothom Jedin Dekhechi
Singer: Syed Omy
Music: Ankur Mahamud
Lyrics: Reza Mahmud
Story & Directed by Eagle Team
DoP: Rajon Hossain Romm
Edit: Imratul Islam
Label: Eagle Music

Prothom Jedin Dekhechi Lyrics:

প্রথম যেদিন দেখেছি খোঁপায় গোলাপ ফুলে
ওই লাজুক মুখের হাসি আর ঝুমকো কানের দুলে।
বেড়ে গেছে এই পরানে,
ও.. বেড়ে গেছে এই পরানে সেদিন প্রেমের ব্যথা
ও সুন্দরী বসো পাশে বলবো মনের কথা...

তোমার প্রেমে পড়েছে মন বাড়ছে বেথার কাঁপন
টালবাহানা ভাল্লাগেনা একটু করো আপন।
আমার চেয়েও বেশি ভালো বাসবেনা আর কেউ
দু'চোখ মাঝে দেখো কতো প্রেম যমুনার ঢেউ।
ও সুন্দরী বসো পাশে বলবো মনের কথা..

তোমার নামে বুক পকেট এ রঙ্গীন চিঠি রাখি
সব বুঝেও মন বোঝোনা দাও শুধু ফাঁকি।
আমার মতো বাসলে ভালো করোনা গো ঢঙ
দিলের মাঝে রেখো শুধু ভালোবাসার রং।
ও সুন্দরী বসো পাশে বলবো মনের কথা..

প্রথম যেদিন দেখেছি খোঁপায় গোলাপ ফুলে
ওই লাজুক মুখের হাসি আর ঝুমকো কানের দুলে।
বেড়ে গেছে এই পরানে,
ও.. বেড়ে গেছে এই পরানে সেদিন প্রেমের ব্যথা
ও সুন্দরী বসো পাশে বলবো মনের কথা...

Post a Comment

0 Comments