Hridoy Bhangbar Gaan Full Lyrics (হৃদয় ভাঙবার গান) Rupam Islam:
Song : Hridoy Bhangbar Gaan
Vocal, Music & Lyrics : Rupam Islam
Recorded, Mixed & Mastered by : Miti Adhikari
Mixing Assistant : Prasenjit Chakrabutty
Directed by : Kheya Chattopadhyay & Aditya Sengupta
Cinematography: Upasya Mukherjee, Saptarshi Banerjee & Aditya Sengupta
Edit & Color: Aditya Sengupta
Hridoy Bhangbar Gaan Full Lyrics In Bengali :
ভাঙে সাগরের ঢেউ জোয়ারে সীমানাপাড়ের
বালিয়াড়ি বাঁধ ভাঙে পুরোনো প্রবাদ আর মন।
ভেঙে যায় এক ধাক্কায় যখন সময় শেষ হয়
জেগে যায় শেষ ঘুম ভরা ভালবাসা জমাট স্বপন
ভেঙে যাক, যাক ভেঙে যাক।
ধ্বংসস্তূপে এক নতুন প্রজন্মের জন্ম হবে বলে
গাওয়া যাক, গাওয়া যাক
আজ হৃদয় ভাঙবার গান...
একলা ঘরের কোণে আঁধারে স্বপ্ন দেখার
নেই আজ তাের কোনও প্রয়ােজন তাই শােন।
ভেঙে ফেল এক কাপ চা-র রােজ রােজ রােজনামচা
দৈনিক পত্রিকা বাবা বাছা করে পােষা কালচার..
ভেঙে যাক, ভেঙে যাক, আজ ভেঙে যাক।
স্পর্শ করতেই প্রচণ্ড শব্দে শাে-কেসের সব কাচ
গাওয়া যাক, গাওয়া যাক
আজ হৃদয় ভাঙবার গান...
কল্পনা আজ ফের মেলে দেয় ডানা আকাশে
স্বপ্নকে ভালবাসি না কল্পনাকে ভালবাসি।
কল্পনা হেসে হাত ধরে নিয়ে যাক ফের আমাকে
কল্পনা ছিঁড়ে দিক এই বাস্তবের কাঁটাতার..
ভেঙে যাক, যাক ভেঙে যাক।
মনে পুষে রাখা পবিত্র স্বপ্নের কঙ্কাল
গাওয়া যাক, গাওয়া যাক
আজ হৃদয় ভাঙবার গান,
হৃদয় ভাঙবার গান....
0 Comments