Ghum Hara Chokhe Full Lyrics (ঘুমহারা চোখে) Jahid Nirob - Prothom Upohar
Song : Ghum Hara Chokhe
Short Film : Prothom Upohar
Singer & Composer : Jahid Nirob (Chirkutt)
Lyrics : Tushar Rahman
Mix & Master : Sumon Parvez
Direction : Mir Ishtiaque
Script : Sumaia Sarah Misti
Sponsored By: Bisk Club
Banner : Jago Entertainment
Ghum Hara Chokhe Full Lyrics In Bengali :
ঘুমহারা চোখে, ফিরে দেখি একবার।
ইচ্ছে করে তোমার, হাতে হাতটা মেলবার।
খুব মন খারাপের রাতে,
দূরের বাকা চাঁদটার সাথে,
আমার হাতটা যেন থাকে,
তোমার ছোট্ট হাতের পাশে।
তোমার ঘুম ভাঙ্গানোর রাতে,
যখন বড্ড একা লাগে,
আমার হাতটা যেন থাকে,
তোমার ছোট্ট হাতের পাশে।
তোমার দুচোখ ভরা মায়ায়,
আমার সকল বাহাদুরি।
তুমি শূন্য কোন দিনে,
আমি ভীষণ আনাড়ি।
খুব মন খারাপের রাতে,
দূরের বাকা চাঁদটার সাথে,
আমার হাতটা যেন থাকে,
তোমার ছোট্ট হাতের পাশে।
তোমার ঘুম ভাঙ্গানোর রাতে,
যখন বড্ড একা লাগে,
আমার হাতটা যেন থাকে,
তোমার ছোট্ট হাতের পাশে।
0 Comments