Recents in Beach

Ondhokar Full Lyrics (অন্ধকার) - Arman Alif

Ondhokar by arman alif lyrics,ondhokar lyrics,ondhokar by arman alif lyrics in bangla,ondhokar song lyrics,ondhokar by arman alif lyrics,ondhokar mp3 download

Song: Ondhokar
Singer: Arman Alif
Lyric : Ahmed Risvy
Music: Musfiq Litu
Label: Soundtek

 
ONDHOKAR BY ARMAN ALIF LYRICS
 
তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার।
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।

তোর ভালোবাসার মিথ্যে আশায়,
শুধু দুচোখে জল,
হৃদয়হীনা তোর মনে
ছিলোই শুধু ছল।

আমার আকাশ কালো করে
তুই বাঁধলি সুখের ঘর।
অন্য মানুষ করলি আপন
আমায় করলি পর। 

তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার। 
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।

বকুল ফুলের মালা গেঁথে
তুই পরায় দিতি হাতে,
ফুলটি আমার সারাজিবন
থাকবে আমার সাথে।

কত চিঠি লিখতি আমায়
তুই বলতি কত কথা,
একদিনও না দেখলে আমায়
পাইতি মনে ব্যথা।

আমি এখন কেমন আছি
তুই রাখিস না খবর,
নিজের হাতেই দিলিরে তুই
প্রেমেরই কবর।

আমার আকাশ কালো করে
তুই বাঁধলি সুখের ঘর।
অন্য মানুষ করলি আপন
আমায় করলি পর।

তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার। 
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।

পড়ার ঘরের জানলা খুলে
তুই থাকতি আমার আশায়,
একটু যদি সময় যেত 
জল আসতো চোখের পাতায়।

জ্যোৎস্না রাতে কাটতো প্রহর
তোর কোলে মাথা রেখে,
সময়গুলো ফুরিয়ে যেত 
আকাশের তাঁরাতে।

আমার মনের ফুলদানীতে
শুধুই কাঁটার বাস,
আমি নাকি আমার চোখের জল
বল তুই কোনটা চাস?

আমার আকাশ কালো করে
তুই বাঁধলি সুখের ঘর।
অন্য মানুষ করলি আপন
আমায় করলি পর। 

তোর এক কথাতেই জীবন জুড়ে,
নামলো অন্ধকার। 
বুকের ভেতর এখন আমার
শুধুই হাহাকার।

Post a Comment

0 Comments