Maya Maya Mon Full Lyrics by Ahmmed Humayun :
Song: Maya Maya Mon
Drama : Thakbe Mone
Singer : Ahmmed Humayun
Lyrics : Shomeshwar Oli
Tune & Music : Ahmmed Humayun
Director : Mizanur Rahman Aryan
Label : DHRUBA MUSIC STATION
Maya Maya Mon Full Lyrics In Bengali :
এক পাশে আমি, অন্য পাশে আমি
মাঝখানে তুমি, তুমি নিরুত্তর।
কোনো বাজি ধরিনি, প্রশ্ন করিনি
চারপাশে শূন্য বহে বালি ঝড়।
জানি আমার মনের মতো ঘটবেনা কিছু
মায়া মায়া মন যায় ছুটে ছায়ার পিছু পিছু।
অদৃশ্য এক আঁচলে মুখ লুকিয়ে
আমার এ চোখ সেরে যাবে একদিন,
সুবর্ণ নয় তবু কিছু কিছু স্বপ্ন
বুকের মাঝে কোন রঙ্গেতে বিলীন।
কোনো বাজি ধরিনি, প্রশ্ন করিনি
চারপাশে শূন্য বহে বালি ঝড়।
জানি আমার মনের মতো ঘটবেনা কিছু
মায়া মায়া মন যায় ছুটে ছায়ার পিছু পিছু।
এক পাশে আমি, অন্য পাশে আমি
মাঝখানে তুমি, তুমি নিরুত্তর।
কোনো বাজি ধরিনি, প্রশ্ন করিনি
চারপাশে শূন্য বহে বালি ঝড়।
জানি আমার মনের মতো ঘটবেনা কিছু
মায়া মায়া মন যায় ছুটে ছায়ার পিছু পিছু।
0 Comments