Dur Thekeo Lyrics (দূর থেকেও) Siam
Dur Thekeo Lyrics:
Song: Dur Thekeo
Drama: Opekkhar Sesh Din
Singer: Siam
Tune & Music: Sajid Sarker
Lyrics: Ador
Director: Mizanur Rahman Aryan
Label: Cd Choice
Dur Thekeo Lyrics:
কত কথা না বলেও হয়েছে বলা
তবু কিছু রয়ে গেছে চোখের ভাষায়।
আর আমি পারিনি বলতে তোমায়
দিন গুলো কেটে গেছে ভালোবাসায়।
হয়তো হবেনা বলা কোনদিন তোমায়
যদি যাই হারিয়ে বহুদুর অজানায়।
দূর থেকেও আমি বাসতে পারি ভালো
তবু কাছের তোমায় লাগে অন্য রকম।
ভালো লাগার শুরুটা বুঝি এভাবেই
ভালোবাসা তাই তোমাকেই প্রথম।
হয়তো হবেনা বলা কোনদিন তোমায়
যদি যাই হারিয়ে বহুদুর অজানায়।
এখনো আমি তোমাকে ভেবেই দেখি
না দেখা সেই স্বপ্নের আকাশ।
আর যখন পারিনা বুঝতে তোমায়
মৌনতায় নেমে আসে দীর্ঘশ্বাস।
হয়তো হবেনা বলা কোনদিন তোমায়
যদি যাই হারিয়ে বহুদুর অজানায়।
0 Comments