TUMI CHADER JOCHONA NOU LYRICS (তুমি চাঁদের জোছনা নও) - HRIDOYER AYNA (1997)
SONG CREDITS -
Song: Tumi Chader Jochona Nou
Singer: Sabina Yasmin & Andrew Kishore
Lyric : Moniruzzaman Monir
Music: Alam khan
Label: Anupam Recording Media
Release Date : May 7, 2018 (Online Release)
TUMI CHADER JOCHONA NOU OFFICIAL MUSIC VIDEO
TUMI CHADER JOCHONA LYRICS -
তুমি চাঁদের জোছনা নও,
তুমি ফুলের উপমা নও,
তুমি চাঁদের জোছনা নও,
ফুলের উপমা নও,
নও কোন পাহাড়ি ঝর্ণা,
আয়না-
তুমি হৃদয়ের আয়না।
তুমি সাগর নীলিমা নও,
তুমি মেঘের বরষা নও,
তুমি সাগর নীলিমা নও,
মেঘের বরষা নও,
তুমি শুধু আমারই গয়না,
আয়না -
আমি হৃদয়ের আয়না।
কবির লেখা যত কবিতা,
শিল্পীর আঁকা যত ছবি,
তোমার তুমির কাছে
হার মেনে যায় যেন সবই।
সাঁঝের বেলা রাঙ্গা গোধূলি,
বর্ষাকালের ভরা নদী,
তোমার রূপের কাছে
হার মেনে যায় যেন সবই।
তুমি সাগর নীলিমা নও,
তুমি মেঘের বরষা নও।
তুমি সাগর নীলিমা নও,
মেঘের বরষা নও,
তুমি শুধু আমারই গয়না,
আয়না -
আমি হৃদয়ের আয়না।
বাবুই পাখির সাজানো বাসা,
ময়না পাখির কথাগুলো,
তোমার গুণের কাছে
সবকিছু হার মেনে গেলো।
ভালোবাসার রূপালী তাঁরা,
সূর্যের মাঝে যত আলো,
তোমার প্রেমের কাছে
সবকিছু হার মেনে গেলো।
তুমি চাঁদের জোছনা নও,
তুমি ফুলের উপমা নও,
তুমি চাঁদের জোছনা নও,
ফুলের উপমা নও,
নও কোনো পাহাড়ি ঝর্ণা,
আয়না -
তুমি হৃদয়ের আয়না।
তুমি সাগর নীলিমা নও,
তুমি মেঘের বরষা নও,
তুমি সাগর নীলিমা নও,
মেঘের বরষা নও,
তুমি শুধু আমারই গয়না -
আয়না -
আমি হৃদয়ের আয়না।
তুমি হৃদয়ের আয়না,
আমি হৃদয়ের আয়না।
তুমি ফুলের উপমা নও,
তুমি চাঁদের জোছনা নও,
ফুলের উপমা নও,
নও কোন পাহাড়ি ঝর্ণা,
আয়না-
তুমি হৃদয়ের আয়না।
তুমি সাগর নীলিমা নও,
তুমি মেঘের বরষা নও,
তুমি সাগর নীলিমা নও,
মেঘের বরষা নও,
তুমি শুধু আমারই গয়না,
আয়না -
আমি হৃদয়ের আয়না।
কবির লেখা যত কবিতা,
শিল্পীর আঁকা যত ছবি,
তোমার তুমির কাছে
হার মেনে যায় যেন সবই।
সাঁঝের বেলা রাঙ্গা গোধূলি,
বর্ষাকালের ভরা নদী,
তোমার রূপের কাছে
হার মেনে যায় যেন সবই।
তুমি সাগর নীলিমা নও,
তুমি মেঘের বরষা নও।
তুমি সাগর নীলিমা নও,
মেঘের বরষা নও,
তুমি শুধু আমারই গয়না,
আয়না -
আমি হৃদয়ের আয়না।
বাবুই পাখির সাজানো বাসা,
ময়না পাখির কথাগুলো,
তোমার গুণের কাছে
সবকিছু হার মেনে গেলো।
ভালোবাসার রূপালী তাঁরা,
সূর্যের মাঝে যত আলো,
তোমার প্রেমের কাছে
সবকিছু হার মেনে গেলো।
তুমি চাঁদের জোছনা নও,
তুমি ফুলের উপমা নও,
তুমি চাঁদের জোছনা নও,
ফুলের উপমা নও,
নও কোনো পাহাড়ি ঝর্ণা,
আয়না -
তুমি হৃদয়ের আয়না।
তুমি সাগর নীলিমা নও,
তুমি মেঘের বরষা নও,
তুমি সাগর নীলিমা নও,
মেঘের বরষা নও,
তুমি শুধু আমারই গয়না -
আয়না -
আমি হৃদয়ের আয়না।
তুমি হৃদয়ের আয়না,
আমি হৃদয়ের আয়না।
0 Comments