Kopaler Bhaanje Lyrics (কপালের ভাঁজে) - Piya Chakraborty, Anupam Roy
Song: Kopaler Bhanje Gari Chole Sara Raat (কপালের ভাঁজে গাড়ি চলে সারা রাত)
Singer: Piya Chakraborty
Music & Lyrics: Anupam Roy
Kopaler Bhaanje Lyrics In Bengali:
কপালের ভাঁজে গাড়ি চলে সারা রাত
চাকার আঘাতে খানিকটা উঁচু-নিচু
অহংকারটা চিরদিনই রয়ে গেলো
তাই চোখের আড়ালে থেকে গেলো কত কিছু (x2)
কারুর পায়ের শব্দ আমি মন প্রাণ দিয়ে চাইছি
নিঃস্বাশ তুমি ফিরে যাও আমি যন্ত্রনা ভালোবাসছি
তাই ঝড়ের কাছাকাছি এই কাতর বিবরণ
এর পরেও জেগে থাকে পাথরকুচি মন
কপালের ভাঁজে গাড়ি চলে সারারাত।
ছটফট করে কাটা ঘুড়ি গুলো,
ধারালো সুতোর চিৎকার
নিস্তেজ আমি বসে থাকি,
কোনো দ্রুতগামী রেল কবেকার
তাই আমার গলা ভেঙ্গে এই কাতর বিবরণ
আর ঝড়ের কাছাকাছি এই পাথরকুচি মন
তাই আমার গলা ভেঙ্গে এই কাতর বিবরণ
আর ঝড়ের কাছাকাছি পাথরকুচি মন।
কপালের ভাঁজে গাড়ি চলে সারা রাত
চাকার আঘাতে খানিকটা উঁচু-নিচু
অহংকারটা চিরদিনই রয়ে গেলো
তাই চোখের আড়ালে থেকে গেলো কত কিছু,
তাই চোখের আড়ালে থেকে গেলো কত কিছু
চোখের আড়ালে থেকে গেলো কত কিছু।
0 Comments