MON BOLECHE AMAR (মন বলেছে আমার) LYRICS
মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর,
মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর । (২-বার)
সবকিছু পেরিয়ে, হবে রাত ছাড়িয়ে ভোর ।
মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর,
মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর ।
আজ আকাশের সাথে এক সন্ধি করেছি ,
মেঘেরই জেল খানায় , তোকে বন্দি করেছি ।
আর দেব না যেতে, এই বৃষ্টি দিনের আকাশ ,
তোর দুচোখের হাসি , বড় করছে নাজেহাল ।
মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর,
মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর । (২-বার)
সবকিছু পেরিয়ে, হবে রাত ছাড়িয়ে ভোর ।
মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর,
মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর ।
মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর ।
আজকে প্রেমের হাওয়া গায়ে লাগলো বলে তাই,
ইচ্ছে উড়ান দিলো আর বলল তোকে চাই ।
অল্প রোদের দিনে তোকে গল্প পাঠালাম ,
মনকে মনের হাতে তুই ঝর্না হয়ে নাম ।
মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর,
মরবে আরাম করে আর বাঁচবে বড়জোর ।
সবকিছু পেরিয়ে, হবে রাত ছাড়িয়ে ভোর ।
মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর ।
0 Comments