Recents in Beach

BEIMAN (বেঈমান) LYRICS - ARMAN ALIF - Bangla Song

Beiman Lyrics by Arman Alif

Beiman Lyrics by Arman Alif:

Vocal, Tune & Lyrics: Arman Alif
Music: Sahriar Rafat
Arrangement: Mehedi Hasan Limon
Artist:  Arman Alif, Ovi Pramanik, Adiba Eva
Story & Direction : Visualizer Team
Produced by: CMV

Beiman Lyrics In Bangla:

তোর ডায়রীরপাতা জুড়ে
কার  নামে কবিতা
ডায়রীর ভাঁজে যে দেখি
কার ছবিটা
দিনের শেষে তুই দেখি
খুব হাসিতেইমাতিস
যে তোর হাসির কারন
তাঁর খবর কি রাখিস ? (x2)

যেই খাঁচাতেথাইকা শিখলি
প্রেমের মানে টা
সেই খাঁচাটাছাইড়া যাইতেও
কষ্ট পাইলি না ?
যেই ছেলেটারহাসির মাঝে
কষ্ট লুকাইতিস
সেই ছেলেটাইএকলা কাঁদে
ফিরাও দেখলি না।

উইড়া গেলি, ভুইলা গেলি
ফিরা আইলি না
তোর মুখটামায়ায় ভরা
ভুলতে পারি না।

ভুলতে পারি না রে বেইমান
ভুলতে পারি না
তোর মুখটামায়া জানে
ভুলতে পারি না

কার শহরেরমায়ায় পড়ে
ভুললি আমারে ?
সে কি তোরে আমার চেয়েও
বেশি হাসায় রে ?
কার মুখটাআমার চেয়েও
বেশি  মায়ায়বাঁধে ?
তুই কাঁদলেসে মুখটাওকি
তোর সাথেইকাঁদে ?

যেই আকাশেআমার সাথে
তাঁরা তুই গুনতি
সেই আকাশেমেঘ জমাইতেও
একবার না ভাবলি।
যেই শহরেথাইকা করলি
প্রেমের সাধনা
সেই শহরেধুলো জমে
ফিরাও দেখলি না।

উইড়া গেলি, ভুইলা গেলি
ফিরা আইলি না।
তোর মুখটামায়ায় ভরা
ভুলতে পারি না।

ভুলতে পারি না রে বেইমান
ভুলতে পারি না।
তোর মুখটামায়া জানে
ভুলতে পারি না।

আমি না হয় স্পষ্ট ভাবে
নষ্ট হয়েছি
তুই তো খুব ভাল মেয়ে
দিলি কেন ফাঁকি ?
কই হারালিকার
অভিনয়ের ছলে ?
তিন সত্যিরপরেও আমি
মিথ্যা ছিলাম রে।

ডায়রীর পাতায় জমছে ধুলো
জমতে থাকুক না
আমার দেওয়া গোলাপটা তুই
নষ্ট করিস না।
অতীত হলাম, নতুন এলো
তোর বারান্দায়।
তোর মতো তো নই রে আমি
কষ্ট জমে তাই।

উইড়া গেলি, ভুইলা গেলি
ফিরা আইলি না।
তোর মুখটামায়ায় ভরা
ভুলতে পারি না।

ভুলতে পারি না রে বেঈমান
ভুলতে পারি না।
তোর মুখটামায়া জানে
ভুলতে পারি না।

Post a Comment

0 Comments