Singer: Mahtim Shakib
Music Composer: Tasnuv Nawal Rahman
Recordist: Ashraful Islam Polok
Mix & Master: Tasnuv
Cinematographer: Parbot Raihan
Video Editing: Rafsaan Chowdhury
Ogo Tomar Akash Duti Chokhe Lyrics In Bangla:
ওগো তোমারআকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা (x2)
এই জীবনছিল,
নদীর মতো গতিহারা
এই জীবনছিল,
নদীর মতো গতিহারা, দিশাহারা
ওগো তোমারআকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা
ওগো তোমারআকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা।
আগে ছিল শুধু পরিচয়,
পরে হলো মন বিনিময় (x2)
শুভ লগ্নেহয়ে গেল শুভ পরিণয়,
শুভ লগ্নেহয়ে গেল শুভ পরিণয়।
আজ যখনইডাকি,
জানি তুমি দিবে সাড়া
এই জীবনছিলো,
নদীর মতো গতিহারা, দিশাহারা
ওগো তোমারআকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা
ওগো তোমারআকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা।
গানে নতুন করে এলো সুর,
এ যেন আগের চেয়ে সুমধুর (x2)
নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর,
নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর।
বয়ে চলেছেযে তাই,
ভালবাসার একধারা।
এই জীবনছিলো,
নদীর মতো গতিহারা, দিশাহারা।
ওগো তোমারআকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা
ওগো তোমারআকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা
0 Comments