MONER KOTHA BOL FULL LYRICS - Tui Sudhu Amar
Singer: Shaan And Madhuraa Bhattacharya
Director: Joydeep Mukherjee & Anonno Mamun
Music: Dolaan Mainnakk
Choreographer: Shankaraiya & Adi
Editor: Somnath Dey
Produced by: Ashok Dhanuka & Himanshu Dhanuka
Production: Eskay Movies
Moner Kotha Bol FULL Lyrics :
যে ভাবেধীরে ধীরে বেড়ে চলেছে
মনে ভালোবাসা
সেখানে তোকে ছাড়া চায় না কিছু
মন চাইছেতোর ইশারা(x2)
ভালোবাসা কাকে বলে বুঝিনি আমি আগে
এলোমেলো সবকিছু কেন যে ভালো লাগে
আজ তুই মনের কথা বল
শুনি তোর মনের কথা বল
মনের কথা বল
শুনি তোর মনের কথা বল
তোর চোখেচোখ রেখেআমি
যে প্রেমেপড়ে গেলাম
নেশা নেশা দুচোখে কত
কি স্বপ্নদেখে নিলাম (x2)
ভালোবাসা কাকে বলে বুঝিনি আমি আগে
এলোমেলো সবকিছু কেন যে ভালো লাগে
আজ তুই মনের কথা বল
শুনি তোর মনের কথা বল
মনের কথা বল
শুনি তোর মনের কথা বল
বেপরোয়া এ ভালোবাসা যে
কোনো বাঁধ মানে না
গা ভাসিয়েছিআজকে তোর স্রোতে
আর কিছুবুঝিনা (x2)
ভালোবাসা কাকে বলে বুঝিনি আমি আগে
এলোমেলো সবকিছু কেন যে ভালো লাগে
আজ তুই মনের কথা বল
শুনি তোর মনের কথা বল
মনের কথা বল
শুনি তোর মনের কথা বল
0 Comments