Jaan Re Tui Lyrics by F A Sumon :
Singer: F A Sumon
Lyrics: Shohag Waziullah
Tune & Music: F A Sumon
Label: Agniveena
Jaan Re Tui Lyrics In Bangla:
জান রে এমন করে আমায় মারিস না
জান রে তুই এত নিঠুর হতে পারিসনা (x2)
টেনে নিয়ে বুকের মাঝে,
ফেলে দিসনা মাটির কাছে
তুই ছাড়াআছে কে আমার
বেদনার তীর ছুঁড়ে,
যাসনা এই হৃদয় খুঁড়ে
বুকে চেপে ব্যথারও পাহাড়।
জান রে এমন করে আমায় মারিস না
জান রে তুই এত নিঠুর হতে পারিসনা (x2)
ভাব দরিয়ারঅথৈ জলে,
ঝাঁপ দিয়েছি তুই আছিস বলে
আমি জানরেসাঁতার জানিনা
এখন আমি স্রোতের টানে,
চেয়ে আছি তোর মুখের পানে
জলে ফেলেহাতটা ছাড়িসনা।
জান রে এমন করে আমায় মারিস না
জান রে তুই এত নিঠুর হতে পারিস না
মন জমিনেররাত-বি-রাতে,
পথ চলেছিতোর মনেরসাথে
আমি জানরেদিক যে চিনিনা।
এখন আমি মরুর বুকে,
যাসনা চলে তুই আমায় রেখে
বুকে টেনে কি নিতে পারিসনা।
জান রে এমন করে আমায় মারিস না
জান রে তুই এত নিঠুর হতে পারিসনা (x2)
টেনে নিয়ে বুকের মাঝে,
ফেলে দিসনা মাটির কাছে
তুই ছাড়াকে আছে আমার
বেদনার তীর ছুঁড়ে
জাসনা রে এ হৃদয় খুড়ে
বুকে চেপে ব্যথার পাহাড়
জান রে এমন করে আমায় মারিশ না
জান রে তুই এত নিঠুর হতে পারিশনা
0 Comments