Singer: Lutfor Hasan
Album: Tomar Jonno Bhalobasha
Lyric: Shadhin Asad
Tune: Rajan Saha
Music: Rajan Saha
Label: Agniveena
Bekar B A Pass Lyrics:
পকেটে নাই কানাকড়ি,
নেই ভালোজামা
চাকরি-বাকরি হলোনা আমার,
নেই খালু-মামা (x2)
দিনে দিনে বাড়ছে কেবল,
আমার দীর্ঘশ্বাস
আমি বাবারবড়ো ছেলে,
বেকার বি.এ পাশ (x2)
কুঁড়েঘরে বসত করি,
বাবার ভীষণ আসুখ
বিয়েটাও হলোনা বোনের,
মায়ের চোখে শোক (x2)
দিনে দিনে বাড়ছে কেবল,
আমার দীর্ঘশ্বাস
আমি বাবারবড়ো ছেলে,
বেকার বি.এ পাশ (x2)
দিন বদলেরঢাকা শহর,
জীবন খুঁজে বেড়াই
পড়া কপালআমার জন্য,
কর্ম খালি নাই (x2)
দিনে দিনে বাড়ছে কেবল,
আমার দীর্ঘশ্বাস
আমি বাবারবড়ো ছেলে,
বেকার বি.এ পাশ (x2)
পকেটে নাই কানাকড়ি,
নেই ভালোজামা
চাকরি-বাকরি হলোনা আমার,
নেই খালু-মামা
দিনে দিনে বাড়ছে কেবল,
আমার দীর্ঘশ্বাস
আমি বাবারবড়ো ছেলে,
বেকার বি.এ পাশ (x2)
বেকার বি.এ পাশ (x2)
0 Comments