Kacher Janala Lyrics by Arman Alif:
Vocal, Tune & Lyrics: Arman Alif
Music: Shahriar Rafat
Director: Foisalur Aakash
Cinematography: Peal Arafat
AD: Navaan Ahmed, Arju Amin, Shakhdat Hossain Sifat
Assistant DOP: Mohammad Tanveer
Project By: Isha Khan Durey
Edit: Peal Arafat
Production Manager: Arif Hossain
Production: Chondrobindu
Label: G Series
Kacher Janala Lyrics:
কোনো একটা সময়ে,
প্রিয় মানুষটা কে ডাকা হতো মেঘ নামে।
সেই অনেকআগে একটাপুরোনো ঘরেতে
দাগ কাটাকিছু তারিখ ছিলো দেখা হবে বলে
কিভাবে কিভাবে সেই তারিখ গুলোতে
ধুলো পড়ে পড়ে পুরোনো হলো,
দেখা হয়নি রে (x2)
ওই মেঘ নামের তারে আমি ছুঁয়ে দেখতে চাই
মাঝখানে এক কাঁচের জানলা ছোঁয়া যায়না তাই
আমি মন বেতারে তোমার নামে খবর জানতে চাই
কত যে সময় এলো-গেলো খবরের দেখা নাই।
কিজানি, কে জানে কি ছিল তার মানে
আমি হীন তার হাঁসি মুখের কি ছিল মানে
এখন প্রেমিকপারে ঘুম যত নষ্ট হওয়া ক্ষণ
ঘুমের মতো ঘুমিয়ে গেলে ভাঙবে তোমার ঘুম।
ওই মেঘ নামের তারে আমি ছুঁয়ে দেখতে চাই
মাঝখানে এক কাঁচের জানলা ছোঁয়া যায়না তাই
আমি মন বেতারে তোমার নামে খবর জানতে চাই
কত যে সময় এলো-গেলো খবরের দেখা নাই
ওই মেঘ নামের তারে আমি একটু ধরে দেখতে চাই
মাঝখানে এক কাঁচের জানলা ধরা যায়না তাই
আমি মন বেতারে তোমার নামে খবর জানতে চাই
কত যে সময় এলো গেলো খবরের দেখা নাই।
কাঁচের জানলা রে, কাঁচের জানলা রে,
কাঁচের জানলা রে,
তারে ধরতে দেয় না রে (x2)
কাঁচের জানলা রে, কাঁচের জানলা রে,
কাঁচের জানলা রে,
তারে ছুঁতে দে না রে।
তারে ছুঁতে দে না রে।
0 Comments