Nesha Lyrics by Arman Alif:
Vocal, Lyrics & Tune: Arman Alif
Composition: Band Chondrobindu
Guitar: Arman Alif
Guitar (Bass): Sohan
Keyboard: Antar
Flute: Sabbir
Drums: Hasan
Percussion: Mehedi
Record & Mix: Rossen
Produced By: G-Series
Nesha Lyrics:
তোমার নেশায় পইরা
আমি হইলামদিওয়ানা
তোমার জন্য হারায় গেলো
আমার ঠিকানা
তোমার মতোই থাকলা
তুমি খবর নিলা না
তোমার কাজল রঙে রাঙাও
তুমি কার আঙিনা ? (x2)
আজ আমারভেতর জুড়েই
শুধু নেশার বসবাস
নেশা হাসায়, নেশাই কাঁদায়
নাই আমি আমার
রোজ বিকালেরমতো
তোমায় আর তো দেখিনা
আমি আমারমতোই থাকবো ভালো
খবর নিও না।
হে.. থাকতেহবে তোমায়
ছাড়া কথা ছিলো না
আজ ভেতরঘরে ধোঁয়াথাকে
তুমি থাকো না
আমার লাল রঙা হৃৎপিন্ড
হইতেছে কালো
কলিজাটা যাক পুড়ে
তবু তুমিথাকো ভালো। (x2)
আজ আমারভেতর জুড়েই
শুধু নেশার বসবাস
নেশা হাসায়, নেশাই কাঁদায়
নাই আমি আমার
রোজ বিকালেরমতো
তোমায় আর তো দেখিনা
আমি আমারমতোই থাকবো ভালো
খবর নিও না।
আমি যেনোকোনদিনও
সিগারেট না ছুঁই
বলতা তুমি করতা শাসন
লাগতো রে ভালোই
আজ নিকোটিনেহইছে কালো
ভেতর ঘরের সব
এখন শাসনকরা মায়াবতি
কই গেলোকই ? (x2)
আজ আমারভেতর জুড়েই
শুধু নেশার বসবাস
নেশা হাসায়, নেশাই কাঁদায়
নাই আমি আমার
রোজ বিকালেরমতো
তোমায় আর তো দেখিনা
আমি আমারমতোই থাকবো ভালো
খবর নিও না (x2)
খবর নিও না (x2)
0 Comments