Mon Bojhe Na Lyrics by Mahtim Sakib:
Drama: Love Vs Crush
Singer: Mahtim Shakib
Lyrics: Saad Bin Alam
Music: Piran Khan
Director: Probir Roy Chowdhuri
Cast: Mehazabien & Jovan
Label: Cd Choice
Mon Bojhe Na Lyrics In Bangla :
মন বোঝেনা মনকেআর
মন খোঁজেশুধু তোমাকে
দুঃখে এখনও ভয় হয় না
সুখ খুঁজিতোমার দেয়া দুঃখে। (x2)
ডাক পাঠালামরঙিন পাখির
ডানায় রং ছুড়ে
বুকের ভেতর শুন্যতাটা
কারো কি কথা শোনে (x2)
তুমি ছাড়া..
বদলে গেছে সব কিছু
বদলে গেছি এই আমি
হাসিরেখা ফিরে এসেছে
ঠোঁটে আমার হাসি হয়ে তুমি।
জানি কেটে যাবে এ প্রহর
সব রয়ে যাবে স্মৃতিতে
তবু পারবেকি তুমি
সহজে ভুলে যেতে আমাকে ?
ডাক পাঠালামরঙিন পাখির
ডানায় রং ছুড়ে
বুকের ভেতর শুন্যতাটা
কারো কি কথা শোনে (x2)
তুমি ছাড়া...
0 Comments