Jodi Tumi Jante Lyrics by Minar Rahman:
Singer: Minar Rahman
Singer: Minar Rahman
Tune & Music: Ahmmed Humayun
Lyrics: A Mizan
Star Cast: Apurba And Mehazabien
Label: Central Music and Video [CMV]
Jodi Tumi Jante Lyrics:
যদি তুমিজানতে
কতটা প্রেম জমেছে বুকে
যদি তুমিজানতে
কতটা ক্ষত তোমার অসুখে
তবে খুঁজতেনা ভুল
ভুলের ঠিকানায়..
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল
আমার মুঠোয় বন্দী
এখন শুধুইস্মৃতির শতদল (x2)
যদি তুমিজানতে
কতটা প্রেম জমেছে বুকে
যদি তুমিজানতে..
রোদেলা সময় হয়েছে মেঘ
তোমারই নামে পুড়ছে আবেগ (x2)
তবু পথ খুঁজে যায়
পথের সীমানায়..
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল
আমার মুঠোয় বন্দী
এখন শুধুইস্মৃতির শতদল (x2)
জলে ছুঁয়েযায়
চোখে বারেবার
তুমি না ফিরলে
আমি হবো কার (x2)
তাই পথ খুঁজে যায়
পথের সীমানায়...
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল
আমার মুঠোয় বন্দী
এখন শুধুইস্মৃতির শতদল (x2)
যদি তুমিজানতে
কতটা প্রেম জমেছে বুকে
যদি তুমিজানতে
কতটা ক্ষত তোমার অসুখে
তবে খুঁজতেনা ভুল
ভুলের ঠিকানায়..
আমার ঝাপসা চোখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল
আমার মুঠোয় বন্দী
এখন শুধুইস্মৃতির শতদল (x2)
0 Comments