Singer: Tasrif Khan
Lyrics: Azizul Hoque
Tune: Tasrif Khan & Yeamin Pranto
Guitar: Saleh Ahmed Samee
Flute: Yeamin Pranto
Mix And Mastered: Tasnuv Nawal
Video: Jahirul Islam
Edit: Tanjeed Khan
Radha Lyrics:
জোছনা পোহাই রে আমি জোছনা পোহাই
একলা এক বৃন্দাবনে রাধা পাশে নাই
জোছনা পোহাই রে আমি জোছনা পোহাই
রাধা বিনে বৃন্দাবনে মরণ যন্ত্রনায়
ভরা চান্দেকোকিল ডাকে, মিলনেরই মাসে
এমন সময় রাধা আমার, থাকে পরবাসে
আমার দুঃখ কারে কই, এতো কষ্ট কেমনে সই
দুঃখ করে কি এতো কষ্ট কেমনে সই
বাঁশিরও সুর যায় বিফলে রাধার দেখা নাই
জোছনা পোহাই রে আমি জোছনা পোহাই
একলা এক বৃন্দাবনে রাধা পাশে নাই
জোছনা পোহাই রে আমি জোছনা পোহাই
একলা এক বংশী হাতে রাধার দেখা নাই
অভিমানী রাধা আমার, মান করে রয় দূরে
তার বিরহেআগুন জলে, তিলে তিলে পুড়ে
রাধা একি করিল, আমায় ঢের সাজা দিলো
একি করিল, আমায় ঢের সাজা দিলো
এই না সাজায় আজিজুলের মন ভাঙিয়া যায়
জোছনা পোহাই রে আমি জোছনা পোহাই
একলা এক বৃন্দাবনে রাধা পাশে নাই
জোছনা পোহাই রে আমি জোছনা পোহাই
রাধা বিনে বৃন্দাবনে মরণ যন্ত্রনায়
0 Comments