Tomar Ichhey Holey Full Song Lyrics Dhruba Guha, Tomar Icche Hole Jao Hariye Dure. Bangla Song lyrics were written by Ahmed Risvy.
Singer: Dhruba Guha
Music: Torik
Lyric & Tune: Ahmed Risvy
Director: Aritra Karmaker
Cinematographer: Ratnaajit Ray
Art Director: Ananda Auddy & Susavan Shaw
Production: Tvwala MEDIA
Conceptualised By: Abhishek Saha & Souvikk Dasgupta
Label : Dhruba Music Station
Tomar Ichhey Holey Full Song Lyrics In Bangla:
তোমার ইচ্ছে হলে যাও হারিয়ে দূরে
আবার ইচ্ছে হলেই,
আমার কাছে আসো তুমি ফিরে (x2)
তোমার ভালোবাসা যতই পোড়াক আমায়
আমি ভালোবেসে যাবো শুধু তোমায়
তোমার ভালোবাসা যতই পোড়াক আমায়
আমি ভালোবেসে যাবো শুধু তোমায় (x2)
ইচ্ছে হলে অভিমানের দেয়াল তুমি গড়ো
নির্বিবাদে দুঃখ দিতে তুমি কেবল পারো ২
আমার মায়ায়, আমার ছায়ায় তোমায় বেঁধে রাখি
তুমি আমার অবুজ মনের সোনার ময়না পাখি
তোমার ভালোবাসা যতই পোড়াক আমায়
আমি ভালোবেসে যাবো শুধু তোমায়
তোমার ভালোবাসা যতই পোড়াক আমায়
আমি ভালোবেসে যাবো শুধু তোমায়
ইচ্ছে হলে দুচোখ ভেজাও শ্রাবন মেঘের জল
বিন্দু করে আঁধার নামও এম আকাশ নীলে ২
শুন্য মনে, শুন্য পানে তমা বসত শুধু
জানি না কোন মন্ত্র দিয়ে করো আমায় জাদু
তোমার ভালোবাসা যতই পোড়াক আমায়
আমি ভালোবেসে যাবো শুধু তোমায়
তোমার ভালোবাসা যতই পোড়াক আমায়
আমি ভালোবেসে যাবো শুধু তোমায়
তোমার ইচ্ছে হলে যাও হারিয়ে দূরে
আবার ইচ্ছে হলেই,
আমার কাছে আসো তুমি ফিরে
তোমার ভালোবাসা যতই পোড়াক আমায়
আমি ভালোবেসে যাবো শুধু তোমায়..
0 Comments