গানের নাম - রাখি বন্ধন Title song
আসুক দুঃখ তাতে দুঃখ নেই
সুখের রাজ্য আছে এই পথেই
আসুক দুঃখ তাতে দুঃখ নেই
সুখের রাজ্য আছে এই পথেই
মন টা শক্ত করে
দু হাতে দু হাত ধরে
মন টা শক্ত করে
দু হাতে দু হাত ধরে
যা কিছু শংকা ভয়
সব তাড়াবো
ঠিক পৌঁছে যাবো
এই ছোট্ট ছোট্ট পায়ে
চলতে চলতে ঠিক পৌঁছে যাবো
ওযু ঠিক পৌঁছে যাবো
ঠিক পৌঁছে যাবো
সুখের রাজ্য আছে এই পথেই
আসুক দুঃখ তাতে দুঃখ নেই
সুখের রাজ্য আছে এই পথেই
মন টা শক্ত করে
দু হাতে দু হাত ধরে
মন টা শক্ত করে
দু হাতে দু হাত ধরে
যা কিছু শংকা ভয়
সব তাড়াবো
ঠিক পৌঁছে যাবো
এই ছোট্ট ছোট্ট পায়ে
চলতে চলতে ঠিক পৌঁছে যাবো
ওযু ঠিক পৌঁছে যাবো
ঠিক পৌঁছে যাবো
0 Comments