গানের নাম - মিঠে আলো
Mithe Alo (মিঠে আলো) Lyrics Atif Aslam
তোমার নামে আঁকা,
তোমার নামে আঁকা,
এ হাতের ওপর আঁকা
ডাকে আয়, কাছে আয়
তোমার চুলে ঢাকা
এ আদর দিয়ে মাখা
ডাকে আয়, কাছে আয়
হু..
হাতে হাতে ঘোরে ভেজা চিঠি গুলো সে
আ.. সে ডাকপিয়ন
এখন কোথায় বলো পাবো ঠিকানা
ডাক বাক্স গুলো শহরে আর নেই
মনের ওলি-গলি খুঁজে ফিরি আমি
মিঠে আলো, জ্বেলে গেলো, কত ভালো
এলো-মেলো হাঁটা পথে চোরা-কাঁটা থাকে
কাটা-কুটি কথা ছোট ছোট বেথা ডাকে
ফিরে ফিরে যায় যদি কাছে পায় তাকে
ভাঙা-চোরা মন হঠাৎ কখন
ডাকে তাকে তাকে
হু..
হাতে হাতে ঘোরে ভেজা চিঠি গুলো সে
আ..সে ডাকপিয়ন
এখন কোথায় বলো পাবো ঠিকানা
ডাক বাক্স গুলো শহরে আর নেই
মনের ওলি-গলি খুঁজে ফিরি আমি
মিঠে আলো, জ্বেলে গেলো, কত ভালো
ফাঁকা ফাঁকা ঘরে কেন তার পরে উড়ে
মন খারাপ হলে বৃষ্টি হয়ে চলে দূরে
রাস্তা শুন-শান চেনা চেনা গান সুরে
এ যে পাগলামি হেরে যাওয়া আমি
দূরে দূরে উড়ে উড়ে
হু..
হাতে হাতে ঘোরে ভেজা চিঠি গুলো সে
আ..সে ডাকপিয়ন
এখন কোথায় বলো পাবো ঠিকানা
ডাক বাক্স গুলো শহরে আর নেই
মনের ওলি-গলি খুঁজে ফিরি আমি
মিঠে আলো, জ্বেলে গেলো, কত ভালো
মিঠে আলো, জ্বেলে গেলো, কত ভালো
মিঠে আলো, জ্বেলে গেলো, কত ভালো
0 Comments