গানের নাম - খেলা শেষ
খেলা শেষ মুখভাসে
বেলা শেষ ঘুমআসে
খেলা শেষ মুখভাসে
বেলা শেষ ঘুমআসে
মেঘ ঢেউ যায়ভেসে
তোর কথা চারপাশে
ভাবিনি মাঝ-পথে
কথা শেষ তোরসাথে
উমম.. ভাবিনি মাঝ-পথে
তোর সাথে দেখাশেষ
খেলা শেষ মুখভাসে
বেলা শেষ ঘুমআসে
মেঘ ঢেউ যায়ভেসে
তোর কথা চারপাশে
এলো-মেলো চিন্তা-রা আজ আসে
সব ভিড় করে…
আধ খোলা জানলা-তে মেঘ
বৃষ্টি আমার ঘরে…
শুধু ভিজছে তোরমুখ
ভিজছে চোখের পাতা..
আর বলাই হোলোনা
তোকে মনের কথা
শেষ-মেশ
খেলা শেষ মুখভাসে
বেলা শেষ ঘুমআসে
মেঘ ঢেউ যায়ভেসে
তোর কথা চারপাশে
দরজা তো খুলবেই
ওই পাশে অন্যকেউ
বালির প্রাসাদ ধুইয়েদিয়ে যাবে
অন্য ঢেউ
রাস্তার মোড়ে
ঘড়ি দেখে কাজনেই..
আমি না হয়
আমার কথায় ফিরবেই
শেষ-মেশ
খেলা শেষ মুখভাসে
বেলা শেষ ঘুমআসে
মেঘ ঢেউ যায়ভেসে
তোর কথা হুমমম....
0 Comments