গানের নাম - হাওয়াই হাওয়াই
গায়ক - দেব নেগী ও মোনালি ঠাকুর
সংগীত পরিচালক - জিৎ গাঙ্গুলী
গানের কথা - প্রিয় চ্যাটার্জী
নির্দেশনা - রবি কিনাগী
কোরিওগ্রাফার - বাবা যাদব
প্রযোজনা - সুরিনদের ফিল্মস
ব্যানার - রিলায়েন্স এন্টারটেইনমেন্ট এবং গ্রাসরুট এন্টারটেইনমেন্ট
Hawai Hawai (হাওয়াই হাওয়াই) Lyrics -
তোর প্রেমে পড়েছি
শুধু তোকে চেয়েছি
তোকে ছাড়া লাগেনা এ মন
দেব নাকি ধার-বাকি
মন আজ সাহসী
আয় তুই কাছে আমারশোন
দিল-এ আজফিলিং তোর
এ দিল মাঙ্গেমোর
পারফেক্ট তোর আমি বেমিসাল
খেলা অত সোজা নয়
অত আমি বোকা নয়
ছেড়ে তুই থাকতেপারবি না
হাওয়াই হাওয়াই তু হো যা মেরি
হাওয়াই হাওয়াই তু হো যা মেরি
হাওয়াই হাওয়াই তু হো যা মেরি জানে যা
হাওয়াই হাওয়াই তু হো যা মেরি
হাওয়াই হাওয়াই তু হো যা মেরি
হাওয়াই হাওয়াই তু হো যা মেরি জানে যা
ইমোশন-এ দিলেরতোর ছোয়াতে
ভেন্টিলেটর আজ মন
আরে অভিমান যত তোর জমেআছে
শুনবো না কোনোবারন
দিল-এ আজফিলিং তোর
এ দিল মাঙ্গেমোর
পারফেক্ট তোর আমি বেমিসাল
খেলা অত সোজা নয়
অত আমি বোকা নয়
ছেড়ে তুই থাকতেপারবি না
হাওয়াই হাওয়াই তু হো যা মেরি
হাওয়াই হাওয়াই তু হো যা মেরি
হাওয়াই হাওয়াই তু হো যা মেরি জানে যা
আরেধুক-পুক এহৃদয়ে
রেটিং এ মন
কর না রিসিভপ্রেমের ফোন
ওরে যতই পটা
পটব না রে বোকা
দেব না ধরাএখন
দিল-এ আজফিলিং তোর
এ দিল মাঙ্গেমোর
পারফেক্ট তোর আমি বেমিসাল
খেলা অত সোজা নয়
আমি অত বোকানয়
ছেড়ে তুই থাকতেপারবি না …
হাওয়াই হাওয়াই তু হো যা মেরি
হাওয়াই হাওয়াই তু হো যা মেরি
হাওয়াই হাওয়াই তু হো যা মেরি জানে যা
হাওয়াই হাওয়াই তু হো যা মেরি
হাওয়াই হাওয়াই তু হো যা মেরি
হাওয়াই হাওয়াই তু হো যা মেরি জানে যা
0 Comments